সোহেল রানাঃ " মানুষ মানুষের জন্য, জিবন জিবনের জন্য " এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় অসহায়-দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রোববার বিকালে উপজেলার কুল্লা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিটি ক্লাব বাংলাদেশ ঝিকরগাছা দক্ষিণ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইউনিটি ক্লাব বাংলাদেশ ঝিকরগাছা দক্ষিণ শাখার উপদেষ্টা আব্দুল জলিলের সঞ্চালনায় এবং ডাঃ জাহিদ হাসান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, ঝিকরগাছা মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আইয়ুব হোসেন, ইউনিটি ক্লাব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চিপ কো অর্ডিনেটর শাহনেওয়াজ ইমরান, বিশিষ্ট সমাজ সেবক আজাহারুল ইসলাম, ডেলটা ফার্মাসিউটিক্যালসের ম্যানেজার খালেদুর রহমান উজ্জ্বল প্রমুখ।