নিজস্ব প্রতিবেদকঃ "খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, নেশার জালে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা " এই প্রতিপ্রাদ্যকে সামনে নিয়ে যশোরের ঝিকরগাছায় মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে খেলার ধূলার বিভিন্ন সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে স্বপছোঁয়া সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রোভার রাজিবের উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সার্বিক সহযোগিতায় উপজেলার কুলিয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অত্র মাদ্রাসা পর্ষদের সভাপতি মোনাজ্জেল হোসেন লিটনের সভাপতিত্বে এবং মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির যশোর জেলা শাখা ও মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুখ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বপছোঁয়া সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম, মাদ্রাসার সুপার আব্দুল জব্বার আজাদী, সহকারী শিক্ষক আনিছুর রহমানসহ আরও অনেকে।
স্বপছোঁয়া সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রোভার রাজিব বলেন, খেলাধুলার বিভিন্ন সামগ্রীর পাশাপাশি আমরা সংগঠনের পক্ষ থেকে মানুষের সহযোগিতা করার চেষ্টা করি। এধরনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।