ঝিকরগাছায় গৃহবধূর আত্নহত্যা


Shohel Rana প্রকাশের সময় : জানুয়ারি ২২, ২০২৫, ২:১৬ অপরাহ্ণ /
ঝিকরগাছায় গৃহবধূর আত্নহত্যা

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের ঝিকরগাছার পল্লীতে গলায় ফাঁস দিয়ে সিনথিয়া খাতুন (৩০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিকরগাছা সদর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী ও ২ সন্তানের জননী।

জানা গেছে, এদিন সকালে স্বামী ও ২সন্তানসহ এক সাথে খাওয়া দাওয়া করে সিনথিয়া খাতুন। পরে স্বামী জাকির হোসেন নিজ কাজে ও স্কুল পড়ুয়া ২ সন্তান স্কুলে চলে যায়। এরই এক পর্যায়ে বাড়ির অন্য লোকের অগোচরে নিজঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে প্রতিবেশী সাহিদা খাতুন নামের এক নারী বাড়িতে এসে ডাকাডাকি করে না পেয়ে ঘরের মধ্যে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

এসময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।