ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মহিলাকে পিটিয়ে যখম


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৫, ৯:২০ অপরাহ্ণ /
ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মহিলাকে পিটিয়ে যখম

নিজস্ব প্রতিবেদক:
যশোরের ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মুর্শিদা আক্তার রেনুকা (২৯) নামে এক মহিলাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্বক ভাবে যখম করেছে প্রতিপক্ষরা। পরে আদালতে মামলা করায় বিপাকে পড়েছেন তিনি। প্রতিনিয়ত হুমকি-ধামকিসহ তার পরিবারকে খুন করার হুমকি দিচ্ছেন তারা।

বিবরণে জানা যায়, ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী মুর্শিদা আক্তার রেনুকাকে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মৃত বাবর আলীর ছেলে আমেরিকা প্রবাসী ইসমাইল হোসেনের নির্দেশে গত ১৩ মার্চ শিওরদাহ গ্রামের লিয়াকত আলী মধুর ছেলে আজিজুর রহমান রিপন, আজিজুর রহমানের ছেলে ইমরান হোসেন, মেছের সরদারের ছেলে মিন্টু মিয়াসহ ৪/৫জন তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে।

মুর্শিদা আক্তার রেনুকা জানান, এ ঘটনার পর আমি সুস্থ্য হয়ে বাসায় ফিরে মোঃ হাশেম হোসেন (৬৫), পিতা-ইমান আল সরদার, মোঃ ইসমাইল হোসেন (৭০), পিতা- মোঃ বাবর আলী গাজী, ৩। আজিজুর রহমান রিপন (৪৪), পিতা- লিয়াকত আলীসহ আরো অন্যন্যদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়া পূর্ব শত্রুতার জের ধরিয়া বিজ্ঞ আদালতের নির্দেশে ঝিকরগাছা একটি পিটিশন মামলা দায়ের করি। যাহার জিআর মামলা নং-৪৬/২৫. তারিখ-২৭/০৩/২০২৫ খ্রিঃ।

মামলায় বিবাদীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জামিন গ্রহন করিয়া ইং-০৬/০৪/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকার সময় আমার বসতবাড়ীতে আসিয়া মামলা প্রত্যাহার করার জন্য আমাকে ও আমার স্বামীসহ পরিবারের সদস্যদের খুন-জখমসহ বিভিন্ন প্রকার হুমকি-ধামকি প্রদান করে। বিবাদীরা বর্তমানেও হুমকি ধামকি অব্যহত রাখিয়াছে। আমি বিবাদীদের হুমকিতে স্বপরিবারে জানমালে নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। বিবাদীরা যে কোন সময় আমাকে সহ পরিবারের সদস্যদের জানমালের ক্ষতি, বসত বাড়ীতে আগুনসহ মিথ্যা মামলা করিয়া আমাকে হয়রানী করিতে পারে বলিয়া আশংকা করিতেছি।