

সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছার ট্রেনের ধাক্কায় ওয়াশিফ হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাউরিয়া রেলক্রসিং এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ওয়াশিফ উপজেলার কাউরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ও বেজিয়াতলা আলিম মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, অসতর্কতা বশত চলন্ত ট্রেনের কাছাকাছি চলে আসলে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় পাশে ছিটকে পড়ে। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :