ঝিকরগাছায় দশ টাকায় বাড়ি হস্তান্তর করল স্বেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা


Al Amin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ /
ঝিকরগাছায় দশ টাকায় বাড়ি হস্তান্তর করল স্বেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা

নিজস্ব প্রতিবেদক: ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক (২১ সেপ্টেম্বর) শনিবার ঝিকরগাছার ঘোড়দাহ গ্রামের বিধবা নাছিমা বেগমের কাছে ১০ টাকায় বাড়ি হস্তান্তর করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ(ওসি) কোতোয়ালী মডেল থানা মোঃ আব্দুর রাজ্জাক, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি) ইব্রাহিম আলী, অসহায় দরিদ্র দুস্থ মানুষের প্রশাসনিক বন্ধু মানবিক সংগঠক ডিবি পুলিশের এসআই মোঃ মফিজুল ইসলাম (পিপিএম)।

এছাড়াও উপস্থিত ছিলেন কায়েমকোলা বাজার কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুদ কামাল, ব্যবসায়ী ওহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন উষার আলো সমাজ কল্যাণ সংস্থার সুযোগ্য সভাপতি মো: আশিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী,সদস্য মোঃ রাকিব উদ্দিন ও মোঃ রফিকুল ইসলাম এবং সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার সদস্য জনাব মোঃ মটুক বিশ্বাস। সংগঠনের প্রতিষ্ঠা: মোঃ ইসরাইল হোসেন ও প্রবাসীদের সহযোগিতায় এই বাড়ি নির্মানের কাজ সম্পন্ন হয়েছে। প্রায় তিন মাস ধরে ঘরের কাজ চলে। ঘরটি নির্মান কাজে মাঠ কর্মী হিসেবে সার্বিক তত্বাবধান করেন সংগঠনের সভাপতি মোঃ আশিকুর রহমান, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ রমজান আলী, সদস্য মোঃ মটুক বিশ্বাস, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রাকিব উদ্দিন, মোঃ আশরাফ বিশ্বাস, মোঃ জয়নাল আবেদীন, মোঃ তানভীর রহমান, মোঃ ইব্রাহীম হোসেন মোঃ বখতিয়ার খলজী মিন্টু ও মোঃ মেহেদি হাসান। ঘরটি নির্মান ব্যায় ৮১,৫৭৮/- টাকা।