সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছায় পনিতে ডুবে মারিয়া খাতুন (৯) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার গদখালী ইউনিয়নের সদিরআলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারিয়া গ্রামের আরশাদ আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, সোমবার মারিয়ার মা ধান মাড়ায়ের কাজে ব্যস্ত ছিলেন। বেলা ১২ টার দিকে কোনো এক সময় শিশুটি খেলার ছলে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে মারিয়ার খালা তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়।
পরবর্তীতে তার স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে শিশু মারিয়ার অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।