ঝিকরগাছায় পিকআপ চাপায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু


Shohel Rana প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ /
ঝিকরগাছায় পিকআপ চাপায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ যশোর–বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বেনেয়ালি চাতালের সামনে পিকআপচাপায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক নারী (৬৫) নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী প্রায়ই মহাসড়কের পাশে ঘোরাফেরা করতেন। সন্ধ্যার দিকে বেনাপোলগামী একটি কাভার্ড ভ্যান (রেজিঃ ঢাকা মেট্রো-ন-১১-৯৫৪৬) ঝিকরগাছার দিকে যাওয়ার সময় তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। পরে গাড়িটির সামনের চাকা তার শরীরের ওপর উঠে যায়। ঘটনার পর চালক গাড়িটি রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। এদিকে কাভার্ড ভ্যানটি নাভারন হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে ঝিকরগাছা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।