ঝিকরগাছায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রদল নেতার মৃত্যু


Shohel Rana প্রকাশের সময় : জানুয়ারি ২৫, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ /
ঝিকরগাছায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের ঝিকরগাছায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে সাকিব হোসেন (২৭) নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কৃর্তিপুর মোড়ে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ফাহিম বিশ্বাস (২৬) নামে আরোও একযাত্রী গুরুতর আহত হয়েছে। আহত ফাহিম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সাকিব জেলা ছাত্রদলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা পৌর শহরের মোবারকপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাকিব ও ফাহিম প্রাইভেট কারে যশোর থেকে ঝিকরগাছার উদ্দেশ্য ফিরছিলেন। পতিমধ্যে ঝিকরগাছা উপজেলার কৃর্তিপুর মোড়ে পৌচ্ছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর যশোর বেনাপোল মহাসড়কের পাশে একটি গাছে ধাক্কা খায়, এরপর পাল্টি খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে গাড়ির সাকিবের মৃত্যু হয়। আর গুরুতর অবস্থায় ফাহিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, ‘পুরো গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। যেভাবে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ধারণা করছি অতিরিক্ত গতিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকাতে মরদেহ বাড়িতে নিয়ে গেছে। আর আহত যুবককে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।