সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছায় বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নবারুণ মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে বর্ণিল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মেহেদি হাসান দীপুর উদ্যোগে এবং সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবারুণ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হায়দার আলীর সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির যশোর জেলা শাখার সভাপতি মীর ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, বল্লা বি, এন, কে মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুনছুর আলী, উষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বি এম সাগর হোসাইন, মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আফ্রিদি, শিক্ষক জি, এম রোকনুজ্জামান, কামাল হোসেন সহ আরও অনেকে।
পরে বার্ষিক পরিক্ষায় ৬ষ্ট শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ভাল ফলাফলকারী ছাত্রীদের পুরস্কার প্রদান ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় সাতজনকে গুনিজন সংবর্ধনা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।