ঝিকরগাছায় ভ্যান চালকের মরদেহ উদ্ধার


Shohel Rana প্রকাশের সময় : জানুয়ারি ৩০, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ / ০ Views
ঝিকরগাছায় ভ্যান চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের ঝিকরগাছা উপজেলায় একটি কলাবাগান থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০-০১-২৬) সকালে উপজেলার শ্রীরামপুর–আঙ্গারপাড়া মাঠ এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি কীর্তিপুর গ্রামের বাসিন্দা মোঃ পারভেজ হোসেন। তিনি পেশায় ভাড়াচালিত মোটরভ্যান চালক ছিলেন। এছাড়া তিনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে পারভেজ হোসেন ভাড়াচালিত মোটরভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে শ্রীরামপুর–আঙ্গারপাড়া মাঠ এলাকার একটি কলাবাগানে ঘাস কাটতে গেলে স্থানীয় এক গৃহবধূ মরদেহটি দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দিলে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানান, পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মোটরভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে পারভেজ হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে গলায় ফাঁস দেওয়ার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।