
সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছায় বায়সা-চাঁদপুর গ্রামে একটি নবনির্মিত বাড়ি থেকে মাসুদ রানা (২১) নামে এক ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার আফিল পোল্ট্রি ফার্মের পিছনে প্রবাসী রবিউল ইসলামের নবনির্মিত বাড়ির ভেতর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদ রানা শার্শা উপজেলার উলাশী গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,শুক্রবার বিকালে বাড়িটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তারা ভেতরে ঢুকে অর্ধগলিত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে নিহতের বাবা নুর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ তার ছেলে মাসুদ রানার বলে সনাক্ত করেন। পরিবারের বরাতে জানা গেছে, মাসুদ রানা গত (৬ অক্টোবর) দুপুর থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের বিষয়ে গত (৭ অক্টোবর) শার্শা থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মাদ গাজি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে আইনি প্রক্রিয়া চলছে।