সোহেল রানাঃ কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (৩০ মার্চ) দুপুর ২টার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাজারের বিভিন্ন দোকানে নোংরা পরিবেশ, অতিরিক্ত মূল্য আদায় এবং পণ্যের মান নিয়ে অনিয়ম ধরা পড়ে। ফলে একাধিক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। মাছ বাজারের মুখে আয়লর স্টোর-কে ৫০০ টাকা, টিটু স্টোর-কে ৫০০ টাকা, কাপুড়িয়া পট্টির ভিতরে দিলীপ স্টোর-কে ১,০০০ টাকা, সুলতান হোটেল-কে ৫০০ টাকা, মাছ বাজারের মুখে শরিফ স্টোর-কে ৫০০ টাকা, প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির জন্য খাসির মাংসের পট্টিতে ১১০০ টাকার মাংস ১২০০ টাকার সাইনবোর্ড লাগিয়ে বিক্রির কারণে ৫০০ টাকা, ইউনুস আলীর সামনের দোকান ও মোহাম্মদ হাফিজুর রহমান-কে ৫০০ টাকা জরিমানা করা হয়।
সর্বমোট ৪,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, গরুর মাংস পট্টিতে খলিল ভাইয়ের মাংসের দোকানে তদারকি করা হয় এবং ৭৩০ টাকার বেশি দাম না নেওয়ার জন্য সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার জানান, বাজারের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :