ঝিকরগাছায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা ধর্ষককে আটক করেছে পুলিশ


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ /
ঝিকরগাছায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা ধর্ষককে আটক করেছে পুলিশ

জাকির হোসেন।। যশোরের ঝিকরগাছার ইউনিয়নের বাঁকড়া গ্রামের বিল্লাল হোসেনের পাঁচ বছর বয়সী শিশু কন্যা ধর্ষিতার শিকার হয়েছে। এ ঘটনার বাঁকড়ার মাঠপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে ধর্ষক হাসানুজ্জামান (২০) নামের যুবক আটক হয়েছেন।

সোমবার (৪ জুলাই) দুপুরে ধর্ষক হাসানুজ্জামানের বাড়ির সামনে তার মেয়ের সাথে ধর্ষণের শিকার শিশুটি রাস্তার খেলা করছিল। কৌশলে ধর্ষক হাসানুজ্জামান তার মেয়েকে অনত্র পাঠিয়ে দিয়ে শিশু কন্যাটিকে নিজ ঘরে ধর্ষণ করে এবং তাকে ভয়-ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।

ধর্ষণের শিকার শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে কান্নাকাটি করে ঘটনাটি বিস্তারিত জানায়। এরপর তার বাবা-মা ঝিকরগাছা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষক হাসানুজ্জামানকে আটক করে ধর্ষণের শিকার শিশুটিকে ঝিকরগাছা থানায় নিয়ে আসেন।

সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী জানান, ধর্ষণের ঘটনা সত্য এ ব্যাপারে ধর্ষিতার পিতা বিল্লাল হোসেন বাদী হয়ে থানামামলায় করেছেন। মামলা নং-৪ তাং- ০৪/০৮/২০২৫।