সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছায় হলি চাইল্ড স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কোরআন সবক ও বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্কুলের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা ইমাম হাসান বকুলের সঞ্চালনায় এবং স্কুলের সভাপতি এস,এম মাহবুব উল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজির দরগাহ ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আরশাদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সরকারি শহীদ মশিয়ুর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাইফুল্লাহ আল মামুন,বাংলাদেশ জামায়াতের ইসলামী নির্বাসখোলা ইউনিয়ন শাখার সভাপতি আনারুল ইসলাম, হলি চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মিলন, রঘুনাথ নগর মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল বান্না, কুলিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী প্রমুখ।
এসময় হলি চাইল্ড স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।