সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছায় ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কুলিয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সভাকক্ষে বর্ণিল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল জব্বার আজাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির যশোর জেলা শাখার সভাপতি মীর ফারুক আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলিয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক ও মুক্তিযোদ্ধা জবেদ আলী, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, সহকারী শিক্ষক আনিসুর রহমান, এ,টি,এম নজরুল ইসলাম, আবু সালেহ মূছাসহ আরও অনেকে।
পরে বার্ষিক পরিক্ষায় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ভাল ফলাফলকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কার ও কৃতী শিক্ষার্থীদের বিশেষ পুরুস্কার প্রদান করা হয়েছে।