ঝিকরগাছার টাওরা অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ


Shohel Rana প্রকাশের সময় : জানুয়ারি ১৬, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ /
ঝিকরগাছার টাওরা অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

সোহেল রানাঃ “মানুষ মানুষের জন্য, জিবন জিবনের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার টাওরা গ্রামে দেশী ও প্রবাসীদের উদ্যোগে এবং টাওরা হিলফুল ফুজুল সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাফর ইকবালের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।।

অনুষ্ঠানে মাস্টার নুরুল ইসলামের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা এস,কে ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিকের পরিচালক হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা রিপোটার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান বাবু, সিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজাফ্ফার হোসেন, টাওরা হিলফুল ফুজুল সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন,যুগ্ন-সাধারণ রানা হোসেন,সাংগঠনিক নাজমুল ইসলাম,সদস্য আব্দুল মালেক,
সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম,পুলিশ সদস্য মুদাচ্ছের হোসেন, আব্দুস সালাম, মতলেব আলী, দাউদ হোসেন, মকিম খা, আঃ গনি, রফিকুল ইসলামসহ আরও অনেকে। পরে দেশ ও জাতীর কল্যান কামনায় বিশেষ দোয়া করা হয়।