নিজস্ব প্রতিবেদকঃ যশোরের ঝিকরগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঝিকরগাছা-চৌগাছা আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
ঝিকরগাছা-চৌগাছা আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, সেবাপ্রাপ্তি সব মানুষের অধিকার। সকল ধর্ম-বর্ণ, শ্রেনি-পেশার নারী-পুরুষ সেবা পাবার অধিকার রাখেন। তাদের কল্যানের জন্য কাজ করতে হবে।
শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মাহবুবুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবিদুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক, ৮নং নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের জামায়াতের মনোনীত প্রার্থী আনারুল ইসলাম ,জামায়েত আমির মনিরুল হুদা, উপজেলা জামায়াতের তদন্ত দ্বায়িত্বশীল তদারকি রেজাউল ইসলাম, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, বিশিষ্ঠ সমাজসেবক ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ফ্রী মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়েছে। এসময় ১৩শ’ রোগীদের মাঝে বিনামূল্যে ফ্রী চিকিৎসা সেবা প্রদান এবং একই সাথে ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কোরআন বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :