সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছায় দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১১টার দিকে উপজেলার কুলিয়া ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের এ বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় ও মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল জব্বার আজাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাদ্রাসা পর্ষদের সভাপতি সামছুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর বাবরজান বরুন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি ডাঃ বিল্লাল হোসেন, বিশিষ্ঠ সমাজসেবক ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী,সিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান,ইউপি সদস্য হাসনা হেনা, বিদায়ী শিক্ষার্থী জিহাদ আলী।
পরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি ডাঃ বিল্লাল হোসেন ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর উদ্যোগে বিদায়ী ছাত্র-ছাত্রীদের কলম,স্কেল,সিগনেচার কলম ও ফাইল প্রদান করেন।এবং একই সাথে ২০২১সালে দাখিল পরিক্ষায় ভাল ফলাফল কারী ছাত্র-ছাত্রী ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর বাবরজান বরুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন এ,এস,এম নুরুল ইসলাম।