প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২২, ৩:৩২ অপরাহ্ণ
ঝিকরগাছায় রংধনু’র ২ টাকায় ঈদ বাজার
স্টাফ রিপোর্টারঃ "মানবতার কল্যাণে গড়ি শান্তির মহাকাল"এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় সেচ্ছাসেবী সংগঠন রংধনুর উদ্যোগে অসহায়-দুঃস্থ মানুষের মাঝে ২টাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল ৫টায় উপজেলার বায়সা নতুন বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সেচ্ছাসেবী সংগঠন রংধনুর সভাপতি এম এ সুমনের সভাপতিত্বে এবং আর.আই সোহানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য পরিচালক রোভার রাজিব, সভাপতি ডাঃ বিল্লাল হোসেন।
বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী,রংধনুর উপদেষ্টা ফিরোজ আহমেদ, সহ-সভাপতি খোরশেদ আলম,বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,উপদেষ্টা শুকুর আলী, সেচ্ছাসেবী সংগঠন বন্ধনের আহবায়ক আলমগীর হোসেন,
প্রধান নির্বাহী পরিচালক মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন খান, উপদেষ্টা, আব্দুর রহিম মিন্টু, কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ জাবেদ আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ২টাকায় অসহায় -দুঃস্থদের মাঝে সাবান, তেল, লবন, আলু, রসুন, পেঁয়াজ, মসুর ডাল, নুডুলস,চিনি,সেমাইসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক:
Copyright @ 2023 সারসা বার্তা. All Rights Reserved