টঙ্গীর ম্যানহোলে পড়ে যাওয়া ‘জ্যোতি’র টানা ১৮ ঘণ্টার পরও সন্ধান মেলেনি


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ /
টঙ্গীর ম্যানহোলে পড়ে যাওয়া ‘জ্যোতি’র টানা ১৮ ঘণ্টার পরও সন্ধান মেলেনি

উদ্ধার তৎপরতা চালাচ্ছে ডুবুরিদল

গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এরপর ১৮ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও সন্ধ্যান মেলেনি ওই নারীর।

নিখোঁজ ওই নারীর নাম ফারিয়া তাসমিন জ্যোতি (৩২)। চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি ঢাকার নিকুঞ্জ এলাকায় ‘মনি ট্রেড ইন্টারন্যাশনাল হেলথ’ নামক একটি কোম্পানিতে মার্কেটিং বিভাগে কাজ করতেন। জ্যোতির সন্ধ্যান না পাওয়ায় এলাকাবাসী গতকাল সন্ধ্যায় হোসেন মাকের্ট এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র জানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, রবিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তারের সঙ্গে দেখা করতে আসেন জ্যোতি। শেষে হাসপাতালের সামনে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান তিনি। এরপর স্থানীয় লোকজন টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। তবে মধ্য রাত থেকে গতকাল সকাল ৯টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম বন্ধ রাখে ফায়ার সার্ভিস। পরে ফের উদ্ধার কার্যক্রম চালায় বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু জ্যোতির খোঁজ মেলেনি।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, রবিবার রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ম্যানহোলের ভিতর মধ্যরাত পর্যন্ত নিখোঁজ নারীর সন্ধান চালান। দিনভর ভারী বৃষ্টিপাত হওয়ায় ম্যানহোলটি পানিতে ভর্তি হয়ে আছে। দেশের সেরা পাঁচজন ডুবুরি দলের সদস্য উদ্ধার কাজে যোগ দেন।

এলাকাবাসী বলছেন, ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ ম্যানহোলের ঢাকনার ব্যবস্থা করলে হয়তো, এই দুর্ঘটনা ঘটত না। এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী জোন) জহিরুল ইসলাম বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলটি গাজীপুর সিটি করপোরেশনের নয়। এটি সড়ক ও জনপথ বিভাগের।