

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর আসন্ন বিশ্বকাপে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিসিবি-সংগৃহীত
‘পাকিস্তানের সাথে যেভাবে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ করে দিয়েছে ভারত, বাংলাদেশের ক্ষেত্রেও একই পথে হাঁটতে পারে বিসিসিআই। আইপিএলে নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন মোস্তাফিজুর রহমান। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে তাকে স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে কলকাতা। ফলে হুমকির মুখে বাংলাদেশের বিশ্বকাপযাত্রা।
মূলত, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক এখন আর আগের মতো নেই। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে চরম অবনতি হয়েছে এই সময়ে। বিরাজ করছে উত্তেজনা।
যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। এমনকি গতবছর ভারত দল বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। এখন অবস্থা এতোটাই শীতল যে, আইপিএল নিলামে রেকর্ড মূল্যে দল পেয়েও খেলতে যেতে পারছেন না মোস্তাফিজ। নিলামের পর থেকেই বাংলাদেশী এই পেসারের আসন্ন আইপিএলে খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল।
যার রেশ ধরে আজ (শনিবার) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার নির্দেশনার কথা জানান। বোর্ডের এই নির্দেশনা মেনে নেয় কলকাতা দল। নিলামে প্রায় ১৩ কোটি টাকায় কিনে নেয়া মোস্তাফিজকে ছেড়ে তো দিয়েছেই, সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও তাকে নিয়ে করা সকল পোস্টও সরিয়ে নিয়েছে তারা। এমতাবস্থায় হুমকিতে বাংলাদেশের বিশ্বকাপযাত্রা।
আগামী মাসেই ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। যেখানে কলকাতাতেই একাধিক ম্যাচ খেলবে টাইগাররা। যেখানে এক মোস্তাফিজের নিরাপত্তা নিয়েই সন্দিহান ভারতীয় ক্রিকেট বোর্ড, সেখানে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়!
এমন দাবি একেবারেই যে অযৌক্তিক, তা কিন্তু নয়। তবে সেটা এখন নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর। যদিও তাদের তরফ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এই নিয়ে আলোচনা করতে জরুরি সভা ডেকেছে বিসিবি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আজ রাত সাড়ে ৯টায় এই প্রসঙ্গে জরুরি একটি সভা ডেকেছে বোর্ড। সেই সভার পর বিস্তারিত জানাবেন তারা। তবে ক্রিকেটের সাথে রাজনীতি মিশে যাওয়ায় বেশ নাখোশ দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অন্যদিকে, একদিন আগেই ঘরের মাটিতে ভারত সফরের যে সূচি ঘোষণা করেছিল বিসিবি, মোস্তাফিজ কাণ্ডের পর সেই দ্বিপক্ষীয় সিরিজও ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল।
ভারতীয় গণমাধ্যমের খবর, পাকিস্তানের সাথে যেভাবে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ করে দিয়েছে ভারত, বাংলাদেশের ক্ষেত্রেও একই পথে হাঁটতে পারে বিসিসিআই।
আপনার মতামত লিখুন :