স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও উপশাখা ম্যানেজার আহছান হাবীব সুমন (৪৫) মারা গেছেন। সোমবার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে কালিগঞ্জ টু সাতক্ষীরা সড়কের স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ব্যাংকের দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে নলতা শরীফের বাড়িতে ফিরছিলেন আহছান হাবীব সুমন। পথিমধ্যে স্টার ফিলিং স্টেশনের পাশে একটি ওয়াশ সেন্টার থেকে বেপরোয়া গতিতে ওঠা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নলতা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
যশোরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে রাত ১টার দিকে মারা যান আহছান হাবীব সুমন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আহছান হাবীব সুমন ছিলেন সবার প্রিয় মুখ। কর্মদক্ষতা, সদালাপিতা এবং মানবিক গুণাবলীর কারণে সহকর্মী ও গ্রাহকদের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে ব্যাংকের সহকর্মীরা শোকে বাকরুদ্ধ।
মঙ্গলবার (৪ মার্চ) বাদ আসর নলতা শরীফ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এলাকাবাসী জানান, আহছান হাবীব সুমনের মতো একজন মানবিক, পরিশ্রমী ও সৎ ব্যক্তিকে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত। স্থানীয়রা ঘাতক ট্রাকচালকের দ্রুত গ্রেফতার ও যথাযথ বিচার দাবি করেছেন।এমনি অকালে একজন গুণী মানুষের বিদায়ে কালিগঞ্জ হারালো এক নিবেদিতপ্রাণ সমাজসেবক ও ব্যাংক কর্মকর্তাকে।
আপনার মতামত লিখুন :