ডাকাতির প্রস্তুতিকালে দুটি বিদেশী পিস্তলসহ আটক-৪


Shohel Rana প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ /
ডাকাতির প্রস্তুতিকালে দুটি বিদেশী পিস্তলসহ আটক-৪

নিজস্ব প্রতিবেদকঃ যশোরে ডাকাতির প্রস্তুতিকালে দুটি বিদেশী পিস্তল, অস্ত্র ও একটি মাইক্রোবাসসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা । রোববার রাতে সদর উপজেলা নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে দুজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস কনফারেন্সে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী। আটককৃতরা হলেন, চৌগাছা সদরের বিশ্বাস পাড়ার ৫নং ওয়ার্ড এলাকার মগরেপ আলীর ছেলে গোলাম মোস্তফা, একই উপজেলার পুড়পাড়ার নিরিবিলি পাড়ার আবু খায়েরের ছেলে রকি শ্বিাস, যশোর সদর উপজেলা নতুন খয়েরতলা গ্রামের মৃত মোজাহার মন্ডলের ছেলে মিজানুর রহমান ও একই উপজেলার চুড়ামনকাটি গ্রামের আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ। এর মধ্যে গোলাম মোস্তফা ও মিজানুর অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে কে বা কারা ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে খুন, ছিনতাই, অপহরণ ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।