ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ /
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ছবি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন কার্যক্রম শুরু হবে। তবে পূর্ববর্তী তিন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবারে রাখা হবে না বলে সরকারের সিদ্ধান্ত রয়েছে।নির্বাচনের সময়সূচি ও সংশ্লিষ্ট অন্যান্য দিক নিয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।