যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রধান বিচারপতি জন রবার্টস ডোনাল্ড ট্রাম্পকে শপথবাক্য পাঠ করান।
বাংলাদেশ সময় সোমবার রাত ১১টার কিছু পরে শপথ নেন তিনি। শপথে তিনি সংবিধানকে ‘সংরক্ষণ ও রক্ষা করার’ প্রতিজ্ঞা করেন।
শপথ গ্রহণকালে ট্রাম্পের কাছে দু'টি বাইবেল দেখা গেছে। এর মধ্যে একটি তার মায়ের দেয়া এবং অন্যটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ব্যবহৃত বাইবেল বলে জানা যাচ্ছে।
ট্রাম্পের কিছুক্ষণ আগে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা জেডি ভান্স।
সূত্র : সিএনএন