গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে নাড়ীর টানে মানুষ বাড়ীর পথে ছুটতে থাকে। যা আজ শুক্রবার সকালেও অব্যাহত ছিল। যার ফলে অতিরিক্ত গাড়ীর চাপে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের ঢাকামুখী লেনে আজ সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়। সিদ্ধিরগঞ্জের চিটাগংরোড থেকে সোনারগাঁ রূপসা টায়ার এলাকা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটারে যানজট দেখা যায়। শুক্রবার সকাল ৭টায় মহাসড়কের সাজেদা হাসপাতালের সামনে একটি ট্রাক উলটে গিয়ে এই যানযট সৃষ্টি হয়।
দুপুর ২টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো যানজট রয়েছে এবং হাইওয়ে পুলিশ ট্রাকটি সরিয়ে ফেলার কাজ করছে। ট্রাকটির ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছেন বলে জানান, প্রত্যক্ষদর্শীরা। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সানজিদা ট্রান্সপোর্টের মালিক শাহালম জানান, সকাল ৭টার দিকে এখানে একটি ট্রাক উলটে যায়। ড্রাইভার হেলপার দুইজন গুরুতর আহত হয়েছেন। কয়েকজন ধরে হাসপাতালে নিয়ে গেছেন।
শিমরাইল হাইওয়ের ক্যাম্পের টি আই আবু নাঈম জানান, সকালে একটি ট্রাক উলটে যাওয়ার খবর পেয়ে সাথে সাথে আমার টিম সেখানে যায়।