

মো: সাজ্জাদ হোসেন মাগুরা থেকেঃ মাগুরায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ অক্টোবর সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে হেযবুত তওহীদের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা হেযবুত তওহীদের সভাপতি আলিম শেখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলন ও খুলনা বিভাগীয় রাজনৈতিক যোগাযোগ সম্পাদক ফিরোজ মেহেদী প্রমুখ।
বক্তারা বলেন, “বর্তমান বিশ্বে বিভিন্ন মতবাদ ও ব্যবস্থা থাকা সত্ত্বেও মানবজাতি শান্তি খুঁজে পাচ্ছে না। এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।” তারা আরও বলেন, “ন্যায়, মানবিকতা ও সমতার ভিত্তিতে গঠিত সমাজই প্রকৃত শান্তি আনতে পারে, আর গণমাধ্যম সেই পরিবর্তনের অন্যতম হাতিয়ার।”
আলোচনায় অংশ নেওয়া বক্তারা উল্লেখ করেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে জনগণকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। রাষ্ট্রব্যবস্থার সংস্কার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গোলটেবিল বৈঠকে মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপস্থিত ছিলেন। তারা তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :