বাংলাদেশ তথ্য কমিশনের সচিব মো. আরিফ বলেছেন, ‘তথ্য অধিকার নিয়ে মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশান প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন জরুরী। এ আইনের লক্ষ্য হলো দেশের দুর্নীতি কমানো।’
শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সকল ক্ষেত্রে সঠিক তথ্য সরকারের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সঠিক তথ্য উপস্থাপনে নিরাপত্তা নিশ্চিত হলে দুর্নীতি কমে আসবে।’
এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জনসচেতনতা বাড়ানো, দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি তথ্য অধিকার সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে যত্নবান হতে হবে। এজন্য তথ্য অবমুক্তকরণ নীতিমালা জরুরী। এ লক্ষ্যে বর্তমান অন্তর্বতী সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসক) হেলাল আহমেদ, সহকারী প্রোগ্রামার তরিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, প্রেস ক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক এম এ রহিম, সাংবাদিক আজিজুর রহমান, আশরাফ ফাউন্ডেশনের পরিচালক রাসেল আশরাফ, অ্যাডভোকেট রাজু আহমেদ প্রমুখ।
এ সময় উপজেলার তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহামুদা খানম, যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী, চৌগাছা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সুরাইয়া পারভীনসহ কমিটির সকল সদস্য, সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ও সুধীজন উপস্থিত ছিলেন।