

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথক পৃথকভাবে এই দু’টি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিকাল ৫টা গুলশান কার্যালয়ে প্রথমে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। এই দুই সাক্ষাতে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে হুমায়ুন কবির বলেন, সাক্ষাতে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কিভাবে কাজ করতে পারি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে।
আগামীতে বিএনপি নির্বাচতি হয়ে সরকার গঠন করলে কিভাবে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেয়া যায়, এবিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া তাদের আগ্রহ ছিল বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করার বলেও হুমায়ুন কবির।
আপনার মতামত লিখুন :