তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল


Shohel Rana প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ /
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

সোহেল রানাঃ আগামী ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বেনাপোল বাজারে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল বল ফিল্ড থেকে মিছিলটি শুরু হয়ে বেনাপোল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মিছিল শেষে বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

এ সময় বিজয় মিছিলে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহম্মেদ, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান আসাদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন,সিনিয়র যুগ্ন-আহ্বায়ক এসএম আঃ হক, ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক বিপ্লব হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, আগামীর রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিকে সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে।