

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামোতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার (৩১ শে অক্টোবর) বিকালে শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ের সামনে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের যুগ্ম- আহ্বায়ক আবু জুবায়ের শাওনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রাধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন শার্শায় বিএনপির রাজনৈতি করেছি। আমি বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের সরকারের আমলে জীবনবাজি রেখে দলের বিভিন্ন পদে দায়িক্ত পালন করেছি। অনেক ক্ষতি হামলা মামলার শিকার হয়েছি। তবুও দল ত্যাগ করিনি। সামনে আসন্ন জাতীয় নির্বাচন, এ নির্বাচনে শার্শা উপজেলায় আমরা চারজন নমিনেশন পদপ্রার্থী, দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এই আসনটি বিজয় করে উপহার দেবো। আর যদি আমাকে নমিনেশন না দেয়, তাহলে যাকে দিবে তার পক্ষে কাঁধে কাঁদ মিলিয়ে কাজ করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, উপজেলা মৎসজীবি দলের সভাপতি সোহারাব হোসেন, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মনির ইসলাম মনি, যশোর জেলা কৃষক দলের সদস্য মিলন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল হোসেনসহ, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রমূখ।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :