তিন সপ্তাহেও দেখা করতে পারেননি পরিজনেরা, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ!


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ /
তিন সপ্তাহেও দেখা করতে পারেননি পরিজনেরা, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ!

কারাগারে ভাল আছেন তো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান? সম্প্রতি তার স্বাস্থ্য নিয়ে অসংখ্য গুজব ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হয়েছে যে, কারাগারে ভাল নেই ইমরান খান। অভিযোগ, আদালতের অনুমতি সত্ত্বেও গত ২১ দিন ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তার তিন বোন এবং আইনজীবীকে।

এ ঘটনায় ইমরান খানের বোনেরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশের মহাপরিদর্শকের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। এরপরেই গুজব উঠেছে যে, কারাগারে অসুস্থ বোধ করছেন ইমরান খান। তাকে হত্যা করা হয়নি তো? তিনি বেঁচে আছেন তো? তিন সপ্তাহ ধরে বড় ভাইয়ের দেখা না পাওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন বোনেরা। বোনেদের অভিযোগ, তারা ইমরান খানের অবস্থান বা স্বাস্থ্য সম্পর্কে কোনও আনুষ্ঠানিক তথ্য পাননি এখনও। ইমরানের বোন নওরীন আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভকারী দের উপর ‘নৃশংস হামলার’ বিষয়ে পঞ্জাব আইজির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন।

এদিকে ইমরানের দল তথা পিটিআই সমর্থকরা প্রশ্ন তুলেছেন যে, ইমরান খান যদি সুস্থ থাকেন, তাহলে তার সঙ্গে তার বোনদের কেন দেখা করতে দিচ্ছেন না পুলিশ? জানা গিয়েছে, গত সপ্তাহে ইমরানের সঙ্গে দেখা করতে না দেওয়ার কারণে ইমরানের বোনেরা কারাগারের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন। যেখানে পিটিআই প্রতিষ্ঠাতা বর্তমানে বন্দী রয়েছেন। তখনই আদালত থেকে বের হওয়ার সময় ইমরানের বোন আলেমা খানকে হেফাজতে নেওয়া হয়। সেই সময়ে, পুলিশ খানের বোনদের সঙ্গে চরম দুর্ব্যবহার করে। পিটিআইয়ের অন্যান্য সদস্যদেরও খানের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়েছিল।

পিটিআইয়ের দেওয়া তথ্য অনুসারে, ইমরান খানের দুই বোন, আলেমা খান, উজমা খান এবং নওরীন, কারাগারের বাইরে ভাইয়ের সঙ্গে দেখা করার জন্যে শান্তিপূর্ণভাবে বসেছিলেন। তখন পুলিশ তাদের লাঞ্ছিত করে এবং সহিংসভাবে আটক করে। ঘটনার সময় ইমরানের এক বোনকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়। পুলিশের আচরণের পর নাজমা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তার হাত কাঁপছিল। তাতেই গুজব উঠছে যে, ইমরান খানকে মেরে ফেলা হয়েছে জেলে, তিনি আদতে বেঁচে আছেন কিনা সেটাই সন্দেহের!

এদিকে বুধবার (২৬ নভেম্বর) পাকিস্তান জুড়ে পিটিআই কর্মীরা ‘কালো দিবস’ পালন করছে। কারণ গতবছর এই দিনে ইমরান খানের মুক্তি এবং রাজনৈতিক ন্যায়বিচারের দাবিতে ব্যাপক বিক্ষোভ করেছিলেন পিটিআই সমর্থকরা। তারা সারা দেশে বিক্ষোভ, সমাবেশ এবং সভা আয়োজন করেছিল। তখন পিটিআই কর্মীরা কথিত সরকারি অবিচার, রাজনৈতিক নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আওয়াজ তুলছিলেন। আজ সেই বিক্ষোভের প্রথম বার্ষিকী। তাই দেশজুড়ে কালো দিবস পালন করছে পিটিআই কর্মীরা। তার মধ্যেই ইমরান খানের সঙ্গে গত ৩ সপ্তাহ ধরে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না দাবি তুলে আতঙ্কে খানের পরিবার।

প্রসঙ্গত, পিটিআই প্রতিষ্ঠাতা তথা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। আল-কাদির ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে জাতীয় জবাবদিহিতা ব্যুরো তাকে গ্রেফতার করেছে। অভিযোগ রয়েছে যে, ইমরান খান তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে এই মামলায় দুর্নীতি করেছিলেন। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খানের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি রিয়েল এস্টেট টাইকুন মালিক রিয়াজ হুসেনের কাছ থেকে একটি ট্রাস্টের নামে ৬০ একর জমির অনুদান গ্রহণ করেছেন, যার ফলে রাজ্যের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে আদালত খানকে ১৪ বছরের কারাদণ্ড দেয়, যেখানে বুশরাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ইমরান খানের বিরুদ্ধে আরও একাধিক বিচারাধীন মামলাও রয়েছে।