তিশার মন্তব্য প্রত্যাখ্যান ভিন্ন সুর কলকাতার নির্মাতার


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ৯:০২ অপরাহ্ণ /
তিশার মন্তব্য প্রত্যাখ্যান ভিন্ন সুর কলকাতার নির্মাতার

প্রথমবারের মতো বড়পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেত্রী তানজিন তিশা। ঢালিউডের সবচেয়ে বড় তারকা শাকিব খানের হাত ধরেই অভিষেকের অপেক্ষায় তিনি। যদিও ‘ভালোবাসার মরশুম’ নামে কলকাতার একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল তিশার। তবে একই সময় শাকিবের ‘সোলজার’ ও ‘ভালোবাসার মরশুমে’র শিডিউল পড়ায় শাকিবের সিনেমাকে অগ্রাধিকার দিয়েছেন অভিনেত্রী। সঙ্গে ভিসা জটিলতাও ছিল। সম্প্রতি গণমাধ্যমকে এরকম জানিয়েছেন তিশা।

অভিনেত্রী বলেন, “এটা সত্য, ভিসার একটা জটিলতা ছিল। কিন্তু ‘সোলজার’ এবং ‘ভালোবাসার মরশুম’ সিনেমার শিডিউল একসাথে পড়ে যাওয়ায় পরে আমি আর ভারতীয় ভিসা পাওয়ার চেষ্টাই করিনি। কারণ, আমি বাংলাদেশের মেয়ে। আমার কাছে আগে বাংলাদেশ।”

এদিকে একাধিক গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়েছে ‘ভালোবাসার মরশুম’ ছবি থেকে তিশাকে বাদ দিয়েছেন কলকাতার পরিচালক এম এন রাজ। এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে এই পরিচালক বলেন, ‘আমি বাদ দেব কেন? আমরা অনেকদিন অপেক্ষা করেছি। ১ মাস শরমন জোশীর ডেট ম্যানেজ করা খুবই চাপ ছিল তবুও সেটা ব্যবস্থা করেছি। কিন্তু অক্টোবর ছাড়া আমাদের পক্ষে আর শুট করা সম্ভব ছিল না। আমরা নিজেদের মধ্যে আলোচনা করেই শুটিং শুরু করেছি। ভিসার কারণে তানজিন আসতে পারল না কিন্তু আশা রাখি পরে অবশ্যই একসাথে কাজ হবে।’

এদিকে শাকিবের ‘সোলজার’ সিনেমার কারণেই কলকাতার কাজ ছেড়েছেন তিশা। তার এমন দাবিকে নাকচ করে ছবির পরিচালক বলেন, ‘না, সেটা নয়’। গুঞ্জন উঠেছে এম এন রাজ পরিচালিত ‘ভালোবাসার মরশুম’ সিনেমায় তিশার জায়গা নেওয়া হয়েছে টলিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। তবে সুস্মিতা আগে থেকেই এই সিনেমার অন্য একটি চরিত্রের জন্য নির্ধারিত। পরিচালক জানালেন তিশা বাদ পড়ায় হিয়া চরিত্রে দেখা যাবে ওড়িশার অভিনেত্রী শিবানী সঙ্গীতাকে। ছবির শুটিং শুরু করেছেন তিনি।