ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আজ ঘোষণা হতে যাচ্ছে


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৫, ৮:২৭ পূর্বাহ্ণ /
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আজ ঘোষণা হতে যাচ্ছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ কবে ঘোষণা করবেন এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেন বলেন, আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি। আপনারা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করুন, আমরা রোডম্যাপ ঘোষণার জন্য প্রস্তুত।

গতকাল বুধবার নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে রোডম্যাপের অনুমোদন দিয়েছে কমিশন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, রোডম্যাপের (কর্মপরিকল্পনা) সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।

নির্বাচন কমিশনের একাধিক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী রোডম্যাপে জায়গা পাবে নির্বাচনি আইন (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংস্কার, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধাারণের চূড়ান্ত তারিখ ও ফলাফল, নতুন দলের নিবন্ধনের তদন্তনুযায়ী ফলাফল ও নাম, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, সম্পূরক ভোটার তালিকা প্রকাশের তারিখ, ভোটকেন্দ্র সংখ্যা ও প্রস্তুতের কার্যাবলী, প্রবাসীদের ভোট কোন কোন দেশে হবে ও পদ্ধতি, নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ, দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভার তারিখ। এছাড়াও তফসিল ঘোষণার পর নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ ইসির সামনে রয়েছে কয়েকটি প্রধান চ্যালেঞ্জ। সেগুলোর অর্ন্তভুক্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, ভোটারদের আস্থায় আনা ও উপস্থিতি নিশ্চিত করা, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, অপপ্রচার ও এআইয়ের ব্যবহার বন্ধ করা, প্রার্থীদের আচরণবিধি মানানো, মাঠে দায়িত্বরতদের নিরপেক্ষ এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত রাখার সচেতনতা ক্যাম্পেয়িং ও দায়িত্ব বন্টনের কর্মপরিকল্পনা।

রোডম্যাপে থাকা ইসির কার্যক্রমগুলোর সময়সীমার মধ্যে আরও রয়েছে অক্টোবরের মধ্যে মূল প্রস্তুতির কাজগুলো সমাপ্ত করা। প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট নিতে প্রয়োজনীয় অ্যাপসহ আনুষঙ্গিক কাজ এবং তরুণ ভোটারদের নিয়ে সম্পূরক ভোটার তালিকার কাজ নভেম্বরে শেষ করতে চায় ইসি। সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বরে দল, অংশীজনের সংলাপ, প্রশিক্ষণ, কর্মকর্তাদের ব্রিফিং, আন্তমন্ত্রণালয় সভা, পোস্টাল ব্যালট নিয়ে কার্যক্রম, ম্যানুয়াল ও চূড়ান্ত ভোটার তালিকা মুদ্রণ, ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা ও ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত, নির্বাচনি সরঞ্জাম কেনাকাটা সরবরাহ, বিতরণের পরিকল্পনা রয়েছে। এসব কাজ কবে শেষ হবে না হবে, সেগুলোর একটি নির্ধারিত তারিখও রোডম্যাপে থাকবে।

গতকাল নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা সম্ভবত ৩০ নভেম্বর প্রকাশ করা হবে। পহেলা নভেম্বর প্রকাশ করা হতে পারে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা প্রকাষ করা হবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, হালনাগাদের পর মোট ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯শ জনে। এছাড়া, ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তাদের জন্য আলাদা তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৩০ নভেম্বর।

সীমানা পুনঃনির্ধারনের শুনানি নিয়ে সচিব আখতার আহমেদ বলেন, আপত্তি ও সুপারিশ দুই দিকের মতামতই গুরুত্ব সহকারে শোনা হয়েছে। সময়সীমা ও আবেদন সংখ্যা বেশি হওয়ায় একই বিষয়ে যেন বারবার আলোচনা না হয় সে অনুরোধ করা হয়েছিল। সব মতামত পর্যালোচনা করে আমরা শিগগিরই আসনবিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করব।