গেফার সালেম, সারসা বার্তা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নড়াইল ও যশোর জেলায় বিজিবি মোতায়েনে প্রেস ব্রিফিং।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্পিত দায়িত্ব পালনে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা যশোর ব্যাটালিয়ন কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ০৩টি জেলায় ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ৩০.৭ প্লাটুন বিজিবি মোতায়েন করার পরিকল্পনা ছিল। ১ম ধাপে গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ গোপালগঞ্জ জেলার ০৩টি আসনে ৮.৭ প্লাটুন এবং যশোর জেলার ০৪টি আসনের ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। অদ্য ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ ২য় ধাপে নড়াইল জেলার ০২টি আসনে ৫.৫ প্লাটুন এবং যশোর জেলার ০২টি আসনে ২.৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ ৭০ টি স্থানে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা এবং ভোট কেন্দ্রের নিরাপত্তায় টহলের মাধ্যমে ভোট কেন্দ্র রেকি করতঃ দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, নির্বাচন চলাকালীন দুস্কৃতিকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন সর্বদা কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিয়মিত জনসচেতনামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্ভুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে।
যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি) দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যশোর ব্যাটালিয়ন সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।