থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়েই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ /
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়েই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ

থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ফুমথাম ওয়েচায়াচাই। তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দীর্ঘদিনের মিত্র-সংগৃহীত

থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতার মধ্যে বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। কম্বোডিয়ার একজন জ্যেষ্ঠ নেতার সাথে কথোপকথনের দায়ে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত হওয়া পেতংতার্ন সিনাওয়াত্রা নতুন মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে আছেন।

থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ফুমথাম ওয়েচায়াচাই। তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দীর্ঘদিনের মিত্র। ফুমথাম এর আগে পেতংতার্নের অধীনে উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কম্বোডিয়ার সাথে একটি সীমান্ত বিরোধ মোকাবেলায় পেতংতার্ন ক্রমবর্ধমান অসন্তোষের সম্মুখীন হচ্ছিলেন। যার মধ্যে গত মে মাসে একটি সশস্ত্র সংঘর্ষের ঘটনাও রয়েছে, যাতে একজন কম্বোডিয়ান সৈন্য নিহত হয়েছিল।

এরই মধ্যে পেতংতার্নের সাথে কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেনের একটি ফোনালাপ ফাঁস হলে পরিস্থিতির অবনতি হয়। ওই ফোনালাপে পেতংতার্ন থাইল্যান্ডের এক সেনা কর্মকর্তার সমালোচনা করেন এবং হুন সেনের প্রতি অতিমাত্রায় নমনীয় আচরণ করেন বলে বিতর্ক সৃষ্টি হয়।

মঙ্গলবার সাংবিধানিক আদালত সর্বসম্মতিক্রমে পেতংতার্নের বিরুদ্ধে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ এনে করা একটি আবেদন পর্যালোচনা করার পক্ষে ভোট দিয়েছে এবং ৭-২ ভোটে রায় না দেয়া পর্যন্ত তাকে অবিলম্বে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছে। আদালত পেতংতার্নকে তার মামলার সমর্থনে প্রমাণ উপস্থাপনের জন্য ১৫ দিন সময় দিয়েছে। কখন রায় দেবে তা স্পষ্ট নয়।

একই দিনে নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন থাইল্যান্ডের রাজা। এতে পেতাংতার্ন সিনাওয়াত্রা সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। সরকারের মুখপাত্র জিরাইউ হৌংসুব জানিয়েছেন, বৃহস্পতিবার ফুমথামকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য যোগ্য কয়েকজন ডেপুটির মধ্যে প্রথম হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

দুসিত প্রাসাদে রাজা মহা ভাজিরালংকর্নের কাছ থেকে অনুমোদন গ্রহণের অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদের নেতৃত্ব দেন উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জংরুংগ্রেয়াংকিত। তিনি অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন।

সূত্র : এপি