নিজস্ব প্রতিবেদকঃ আজ শনিবার, ৩১ জানুয়ারি, বিকাল ৪টায় অনুষ্ঠিত এই জনসভায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর–১ (শার্শা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান।
বক্তব্যে তিনি বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের ব্যবস্থাও রয়েছে। বাংলাদেশকে স্বৈরাচার থেকে রক্ষা করতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ‘হ্যাঁ’-এর পক্ষে মতামত দিতে হবে, এবং দখল করে সন্ত্রাসী করে মানুষকে ভয় দেখিয়ে নির্বাচিত হওয়ার চিন্তা মাথায় এনে লাভ নেই।
তিনি আরও বলেন,জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের অধিকারকে সম্মান জানিয়ে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা এখন সময়ের দাবি।এ সময় তিনি ভোটারদের ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, যশোর জেলা সহকারী সেক্রেটারি রেজাউল করীম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফারুক হাসান, থানা সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক মুফতি শহীদুল্লাহ কাসেমী।
সভা থেকে কায়বা ইউনিয়নের রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থানীয় সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়।