

দলীয় সিদ্ধান্ত মোতাবেক আরও ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন—ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্তর্গত নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুয়েল ভূইয়া, বাসাইল পৌর যুবদলের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সখিপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফারুক হোসেন এবং সামাদ খান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ১০ ডিসেম্বর থেকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার কার্যকর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :