দিল্লি বসে হাসিনার কোনো নসিহতই বিচারব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারবে না’ বললেন অ্যাটর্নি জেনারেল


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ণ /
দিল্লি বসে হাসিনার কোনো নসিহতই বিচারব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারবে না’ বললেন অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দিল্লি বসে হাসিনার কোনো নসিহত বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারবে না। ভারতে বসে শেখ হাসিনা যতই দেশবিরোধী ষড়যন্ত্র করুক না কেন ফ্যাসিবাদের দোসর ও খুনীদের বিচার আমরা করবোই। কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না।

গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে যেসব শহিদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। শেখ হাসিনা হেলিকপ্টারে ভারতে পালিয়ে যাওয়ার এক সপ্তাহ আগে তার আত্মীয় স্বজনদের দেশ ছাড়ার সিগনাল দিয়েছিল। দেশে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে বিপদে রেখে হাসিনা ও তার আত্মীয় স্বজনরা সবাই পালিয়ে গেছে।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ভারতের কলকাতায় বসে হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। আমরা শহিদ আবু সাইদ, শহিদ মুগ্ধ, শহিদ আনাসের রক্তের ওপর দাঁড়িয়ে শপথ নিয়েছি। আমরা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতে করবোই ইনশাল্লাহ। তাতে যদি আমাদের জীবনও দিতে হয় তাও দেব। দেশ পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত করবো।

জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ বক্তব্য রাখেন।