দুই মিনিটের বেশি শৌচালয়ে থাকলেই মোটা অংকের জরিমানা!


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ /
দুই মিনিটের বেশি শৌচালয়ে থাকলেই মোটা অংকের জরিমানা!

কর্মচারিদের জন্য এবার কড়া নিয়ম। শৌচালয়ে ২ মিনিটের বেশি থাকলেই কর্মচারিদের দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। এমনই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ চীনের এক কোম্পানি। সেখানে তাদের কর্মীদের জন্য একটি নির্দিষ্ট সময়ের টয়লেট ব্যবহারের নির্দেশিকা জারি হয়েছে।

কোম্পানির তরফে জানান হয়েছে- কর্মীরা সকাল ৮টার আগে, সকাল ১০.৩০ থেকে ১০.৪০, দুপুর ১২টা থেকে ১.৩০, বিকেল ৩.৩০ থেকে ৩.৪০ এবং বিকেল ৫.৩০ থেকে ৬টা এই সময়তেই শৌচালয় ব্যবহার করতে পারবেন। তবে যেসব কর্মচারীর নির্দিষ্ট শারীরিক সমস্যা রয়েছে তারা HR অনুমতি নিয়ে শৌচালয়ে যেতে পারেন । আর এই নিয়ম কেউ ভাঙলেই দিতে হবে ১২০০ টাকা জরিমানা। আগামী ১ মার্চ থেকে কর্মচারিদের জন্য শুরু হতে চলেছে এই নিয়ম।

এই নিয়ম প্রসঙ্গে সংস্থার তরফে জানান হয়েছে কর্মক্ষেত্রের শৃঙ্খলা বজায় রাখা এবং দক্ষতা বৃদ্ধি করার জন্য নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। সেইসঙ্গে নতুন এই পন্থা প্রাচীন চীনা চিকিৎসা বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ।

ইতিমধ্যেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে গুয়াংডং ইয়ু ল ফার্মের আইনজীবী চেন শিক্সিং জানিয়েছেন, ‘এই নিয়ম শ্রমিকদের স্বাস্থ্যের ক্ষতি করে। সেইসঙ্গে শ্রম আইনকেও ভেঙে এটি তৈরি হয়েছে।’ তবে বিতর্ক স্বত্বেও এই নিয়ম আদৌ কোম্পানির তরফ থেকে বাতিল হবে কিনা তা এখন স্পষ্ট নয়।