দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত,আহত-১


Shohel Rana প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ /
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত,আহত-১

সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিপু (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার সঙ্গী মোটরসাইকেল আরোহী রাকিব হোসেন (১৯)।সোমবার দুপুরের দিকে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর-যশোর সড়কের জামতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত দিপু চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। আহত রাকিব একই উপজেলার পাশাপোল ইউনিয়নের পাশাপোল গ্রামের রাজা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,দিপু ও রাকিব মোটরসাইকেল যোগে কায়েমকোলা বাজার থেকে চৌগাছা নিজ বাড়িতে যাচ্ছিলেন।পতিমধ্যে জামতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি মোটরসাইকেলের সাথে দিপুর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দিপু ও রাকিব গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন এবং আহত রাকিবকে পুরুষ সার্জারী ওয়ার্ডে ভর্তি করেন। এ ব্যাপারে চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।