দখলদার ইসরাইলের হামলায় দুই হাত হারানো গাজার এক বালকের ‘বিষণ্ন’ ছবি ওয়ার্ল্ড প্রেস ফটোর বর্ষসেরার খেতাব জিতেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের জন্য ছবিটি তুলেছিলেন ফিলিস্তিনী আলোকচিত্রী সামার আবু এলুফ।
নিউইয়র্ক টাইমস, এপি : দখলদার ইসরাইলের হামলায় দুই হাত হারানো গাজার এক বালকের ‘বিষণ্ন’ ছবি ওয়ার্ল্ড প্রেস ফটোর বর্ষসেরার খেতাব জিতেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের জন্য ছবিটি তুলেছিলেন ফিলিস্তিনী আলোকচিত্রী সামার আবু এলুফ। এতে দুই হাত হারানো ৯ বছর বয়সী মাহমুদ আজ্জোরকে বিষন্ন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
ওয়ার্ল্ড প্রেস ফটো অর্গানাইজেশনের প্রকাশিত বিবৃতিতে এ আলোকচিত্রী বলেছেন, “মাহমুদের মা আমাকে সবচেয়ে কঠিন যে বিষয়টি বর্ণনা করেছেন, সেটি হলো— মাহমুদ যখন বুঝতে পারে তার দুই হাত কেটে ফেলা হয়েছে। তখন সে তার মাকে জিজ্ঞেস করেছিল এখন থেকে কীভাবে তাকে জড়িয়ে ধরবে।
ওয়ার্ল্ড প্রেস ফটো এক্সিকিউটিভ পরিচালক জওমানা এল জেইন খৌরি বলেছেন, “এটি একটি নিরব ছবি। কিন্তু ছবিটি কথা বলে উচ্চস্বরে। এটি একটি বালকের গল্প বলে, সঙ্গে বলে একটি যুদ্ধের কথা। যেটির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্মে পড়বে।” সংস্থাটি জানিয়েছে, মাহমুদ ২০২৪ সালে ইসরাইলী হামলা থেকে বাঁচার জন্য যখন পালাচ্ছিল তখন আহত হয়। তার একটি হাত সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাজার এ বালক ও আলোকচিত্রী উভয়ই এখন কাতারের রাজধানী দোহাতে আছে। এদিকে ওয়ার্ল্ড প্রেস ফটোর ৬৮তম সংস্করণের বিজয়ী নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ৩২০টি ছবি থেকে। ছবিগুলো তুলেছিলেন ১৪১টি দেশের ৩ হাজার ৭৭৮ আলোকচিত্রী।