দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ণ /
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

 প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-ইন্টারনেট

রোববার দিবাগত রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে। কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার দিবাগত রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এর আগে, বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টায় তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন।

গত শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সাথে ড. ইউনূসও ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর আগে, শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা।