দৈনিক সারসা বার্তা
মো: মেহেদী হাসান
সত্যের পথে খুঁজে খবরের আলো,
দৈনিক সারসা বার্তা ছড়ায় সংবাদে ঝলো।
শার্শা, যশোর, দেশের প্রতিটি কোণে,
জনতার কণ্ঠ শোনায় নিরপেক্ষ চোখের জোণে।
রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা,
প্রতিটি পাতায় মিলবে জ্ঞানের ঝিলমিল ধূলা।
সত্যনিষ্ঠতার সাথে তুলে ধরে সব খবর,
পাঠকের মনে করে জাগে আশা আর শ্রদ্ধার স্বর।
দৈনিক সারসা বার্তা, জ্ঞানের আলোয় ভরা,
প্রতিদিনের খবর এনে দেয় সবার দোরা।
জনতার পাশে, সবসময় নির্ভীক, নিরপেক্ষ,
এটি আমাদের চোখ, কান, মন—সবার এক প্রিয় সংবাদমঞ্চ।
আপনার মতামত লিখুন :