মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ-সংগৃহীত
পেহেলগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই’ করার আহ্বান জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স -এ তিনি লিখেছেন, ‘দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে কিন্তু নির্দোষদের ক্ষতি করা যাবে না।’
তিনি লিখেছেন, ‘কাশ্মিরের মানুষ সন্ত্রাসবাদ এবং নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে প্রকাশ্যে এসেছে। এখন আমাদের সমর্থন বাড়ানো জরুরি। যেকোনো বিভেদ সৃষ্টিকারী ভুল পদক্ষেপ এড়ানো উচিত।’
গত মঙ্গলবার পহেলগামে চরমপন্থীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এরপরে বিভিন্ন শহরে কাশ্মিরীদের ওপর হামলার খবর পাওয়া গেছে।
সূত্র : বিবিসি