দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ১ সেপ্টেম্বর থেকে ২৪ টাকা কেজি দরে আটা বিক্রি করবে সরকার


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ /
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ১ সেপ্টেম্বর থেকে ২৪ টাকা কেজি দরে আটা বিক্রি করবে সরকার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও নিম্ন আয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার (২৬ আগস্ট) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতিদিন ১ মেট্রিক টন আটা ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশের সিটি করপোরেশন, শ্রমঘন জেলা বা উপজেলা ও জেলা সদরের পৌরসভাগুলোতে বর্তমানে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রম চালু আছে। এর আওতায় ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি হচ্ছে। সেই কার্যক্রম আরও সম্প্রসারণ করে এবার উপজেলা পর্যায়েও আটা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনগণ নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে প্রতি কেজি খোলা আটা ২৪ টাকায় কিনতে পারবে। প্রতিদিন প্রতিটি উপজেলায় ১ মেট্রিক টন আটা বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের জন্য এই কার্যক্রম স্বস্তি বয়ে আনবে বলে আশা করছে সরকার।