বাংলাদেশ ব্যাংক - ছবিঃ সংগৃহীত
নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থপাচার রোধসহ টাকার নিরাপত্তার স্বার্থে গত ৮ আগস্ট ওই সীমা বেঁধে দেয়া হয়েছিল। আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে যেকোনো পরিমাণ টাকা তুলতে পারবেন গ্রাহকরা। শনিবার (৭ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, আগামী রোববার থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কেউ যেকোনো পরিমাণ টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন।
উল্লেখ্য, গত ৮ আগস্ট ব্যাংকের গ্রাহক এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা তুলতে পারেননি। তবে সেই সময় একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারতেন। পরে গত ১১ আগস্ট থেকে এই নগদ টাকা তোলার সীমা বাড়িয়ে দুই লাখের পর্যন্ত করা হয়েছিল।
সেখান থেকে আরো তিন দফায় নগদ টাকা তোলার সীমা বাড়িয়ে সবশেষ সর্বোচ্চ পাঁচ লাখের পর্যন্ত করা হয়েছিল। নগদ টাকার চাহিদা বাড়ায় ফের আজ নতুন ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।