নিজস্ব প্রতিনিধিঃ নগরঘাটায় চাচাতো শালা বউয়ের সাথে পরকিয়া সম্পর্কের জেরে সংসার ভেঙ্গেছে লম্পট সাইফুল ড্রাইভার।এঘটনায় ক্ষোভে নিজ বউকে তালাক দিয়ে দীর্ঘদিনপর পুনরায় বিয়ে করলে এলাকাজুড়ে মুখরোচক গল্পে পরিনত হয়েছে।
জানা যায়, নগরঘাটা দক্ষিনপাড়া গ্রামের করিম দরদার এর ছেলে ট্রাকড্রাইভার সাইফুল দীর্ঘদিন যাবত তারি চাচাতো শালা রবিউলের স্ত্রীর সাথে পরকিয়া সম্পর্ক চালিয়ে ও অবৈধ মেলামেশা করতে থাকে,এক পর্যায়ে রবিউল তার স্ত্রী ও সাইফুল ড্রাইভারের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় তার স্ত্রী কে তালাক দেয়।
দীর্ঘদিন পর তালাক দেওয়া স্ত্রী কে পুনরায় সরিয়াহ সম্মত ভাবে বিয়ে না করে,বিবাহ করায় এলাকায় মুখরোচক গল্পে পরিনতি পেয়েছে লম্পট সাইফুলের ও শালা বউয়ের প্রেম কাহিনী।জানাযায় এই সাইফুল একসময় ট্রাকড্রাইভার ছিলো,একালায় ড্রাইভার সমিতি খুলে সেই টাকা গোপনে সুূদের কারবারি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
এছাড়া ড্রাইভার থাকা কালিন ২৪২৫ লাইসেন্স একটি ট্রাক মালিকের কাছ থেকে আত্যস্যাৎ করে দীর্ঘদিন চোরাইপথে চালিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।এছাড়া খুলনায় নতুন ষ্টেডিয়াম করার সময় এই সাইফুল ড্রাইভার কয়েকলক্ষ ইট চুরি করে বিক্রি করেদিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।