জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড এখন শুধু পরিচয়ের মাধ্যম নয়। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ-নগদ ব্যবহার কিংবা মোবাইলের সিম কেনার জন্যও এটি প্রয়োজনীয়। তবে নতুন ভোটাররা যাদের ছবি ও আঙুলের ছাপ দিয়ে ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছেন, তারা এখনও যদি কার্ড হাতে পাননি, চিন্তার কিছু নেই।
এখন বাড়িতে বসেই অনলাইনে ভোটার আইডি কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করা সম্ভব।
যা যা প্রয়োজন-
ধাপে ধাপে ডাউনলোড পদ্ধতি-
১. প্রথমে এখানে চাপ দিয়ে ওয়েব সাইটে যান।
২. Register বা ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করুন।
৩. ফরম নম্বর, জন্মতারিখ ও ভেরিফিকেশন কোড দিয়ে Submit করুন।
৪. বর্তমান ও স্থায়ী ঠিকানা দিন।
৫. মোবাইল নম্বর অথবা ইমেইলি দিয়ে ভেরিফাই করুন (OTP কোড ব্যবহার করে)। প্রয়োজনে মোবাইল নম্বর ইমেইল পরিবর্তন করা যাবে।
৬. ফেস ভেরিফিকেশন করুন: NID Wallet App ব্যবহার করে ফেস স্ক্যান করুন।
৭. কাজ শেষ! ভেরিফিকেশন শেষে ড্যাশবোর্ড থেকে ভোটার আইডি কার্ডের PDF কপি ডাউনলোড করতে পারবেন।
গুরুত্বপূর্ণ টিপস-
যে কোন প্রয়োজনে-
ওয়েবসাইটে লগইন করতে সমস্যা হলে পুনরায় চেষ্টা করুন বা স্থানীয় ইসি অফিসে যোগাযোগ করুন। প্রয়োজনে NID Helpline (১০৫)–এ ফোন করে সহায়তা নিন।